সব কিছুই হারিয়ে যাচ্ছে, হারাচ্ছে না "জয় বাংলা"

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৩ জুন, ২০১৪, ১০:৫০:৫৫ রাত

সময়ের তালে সব হারিয়ে যাচ্ছে,শুধু হারায়নি এই একটি কথাই..."জয় বাংলা".....?

বি'গত ৬ বছর থেকে এই দেশে শুরু হয়েছে হত্যা,গুঁম,খুন,অরাজতকতা,ফ্যাস্টিবাদি সহ নানা অ-কর্ম কু-কর্ম থেকে শুরু করে অনেক কিছু এবং অনেক পাঁগলামি।

এই সব দেখতে হয়েছে এই বাংলাদেশের সাধারণ মানুষের,যাহা এই বাংলাদেশের সু'নামক্ষুন্ন একটি দল আ'লীগ এর হাতের মাঝে।

তারা ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে অরাজকতার আবির্বভাব,বিডিআর বিদ্রহ থেকে নিবন্ধন করে আজ এ পর্যন্ত মিয়ানমারের বাংলাদেশি জোয়ানের খুন দেখতে হয়েছে।

* ফেলানীর লাশটি যে ভাবে কাঁটা তাঁরে ঝুলিয়ে ছিল মনে হয় যেন _কোন এক নেটের জাঁলে বাঁদুর মরে আছে।তার ও বিচার করতে পারেনি এই স্বপ্নময়ী সরকার।

* র্যাব দ্বারা হত্যা,পুলিশ দ্বারা জনগণের উপর নির্যাতন,সত্য আইনকে মিথ্যার রুপে রুপাঁন্তরিত করে ফল প্রকাশ,প্রকাশ্যে গুলি,পিঁপার স্প্রে,সহ নানা আপত্তিকর ঘটনা গুলি এই সরকারেরেই নিজের হাতে তৈরি।

* শহীদ আঃ কাদের মোল্লা কে ফাঁসি দেওয়া,আলেম ওলামাদের ধংস্ব করতে মিথ্যুক ভাবেই যুদ্ধাপরাধী বানানো,সত্যকে ধাঁমা চাঁপা দেওয়ার জন্য মাহমুদর রহমন আদিলুর রহমান সহ সব মানবধারকর্মিদের মিথ্যা মামলা, মিথ্যা অবৈধ ট্রাইবুনাল গঠন,অবৈধ রাজনীতি,মিডিয়াকে নিজের কাজে ব্যাবহার, সত্য প্রকাশকারী মিডিয়াকে বন্ধ করে দেওয়া ,সবই এই সরকারের কাছ থেকেই পাওয়া।

* হয়নি ফেলানী হত্যাঁর বিচার,হয়নি সিমান্তে হত্যার কোন বিচার,হয়নি রানা প্লাজার ট্রাজেডি এর মূল হোতা সোহেল রানার বিচার,হয়নি ত্বকি হত্যাকারীদের বিচার,হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীর বিচার ।

* হচ্ছে না র্বতামানের কিছু সংখ্যক আলোচনা-সমালোচনায় সাম্প্রতিক কিছু গুম খুন এর বিচার,হচ্ছে না নারায়নগঞ্জের সাত খুন এর বিচার,হচ্ছে না একরাম হত্যার কোন বিচার ।

-------------আর হচ্ছে না এই দেশের জনগণকে বাঁচাতে এই সরকারের কোন বিচার.....!!!

* সব কিছুই সময়ের তাঁলে তাঁলে ঐ অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছে..।

নদীর ঢেঁউ এর মত দুলিয়ে যাচ্ছে এই বাংলার কোটি কোটি সাধারণ মানুষের বুকের উপর দিয়ে।

------তবুও চঁক চঁক করে রয়েছে ৭১ এর সেই কথাটি "জয় বাংলা"

ঘৃনিত মূখে এই কথাটা কতটুকু শোভা পায় তাহা নিজেদের প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

#সাইদুর

---@[100002611846303:0]

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File